হবিগঞ্জ প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের বিদেশ থেকে ফিরিয়ে এনে অবিলস্বে ফাঁসি কার্যকরের দাবিতে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্দ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১ টায় শহরের কোর্ট প্রাঙ্গণ এলাকায় হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু।
এছাড়াও বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি কায়েছ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সানি, বৃন্দাবন কলেজ ছাত্রলীগের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান কিবরীয়া, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আজিজ, পৌর ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান রবিন, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, হবিগঞ্জ পলিটেকনিক ইনষ্টিটিউটের আহবায়ক আসাদুজ্জামান রাকিব, হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মুফাচ্ছির রায়হান মুফতি, সাবেক জেলা ছাত্রলীগ নেতা এসএম শামীম, মোহাম্মদ আলী রুবেল, হাফিজুল ইসলাম, আব্দুল জলিল, রাহেন্দ্র চন্দ্র দাস প্রমুখ।
মাবনবন্ধনে বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের বিদেশ থেকে ফিরিয়ে এনে অবিলস্বে ফাঁসি কার্যকরের দাবি জানান।
অন্যথায় ছাত্রলীগ নেতৃবৃন্দের বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনতে বাধ্য করা হবে।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের হাতে স্বারক লিপি তুলে দেয় জেলা ছাত্রলীগ, বৃন্দাবন কলেজ ছাত্রলীগ, পৌর ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটিনের নেতৃবৃন্ধ।