বাহুবল ( হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে উভয় পক্ষের ৮ জন আহত হয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার তিতারকোনা নামক স্থানে এ দুঘর্টনাটি ঘটে।
আহতরা হল : তোতা মিয়া (৭০), হামিদুর রহমান সায়মন (২০) ও সালমা (৩০)। এর মাঝে সালমাকে সিলেট এমএ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিতারকোনা গ্রামের বাসিন্দা জমির আলী জানান, ঢাকা সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার তিতারকোণা নামকস্থানে ঢাকা গামী মাইক্রোবাস ও সিলেটগামী মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলে চালক সহ আট জন যাত্রী আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করেছে।
মিরপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক মোঃ তারা মিয়া সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।