হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন- এই সরকারের আমলে কোন গ্রাম অন্ধকারে থাকবে না। আওয়ামী লীগ সরকার দেশের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করে তা জনগণের কল্যাণে ব্যয় করছে। আগামী দিনে দেশের শিল্প কারখানা ও আবাসিক গ্রাহকদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় বিদ্যুৎ সংযোগ প্রদান করা হবে।
শনিবার সকালে সদর উপজেলার শৈলজুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ওই গ্রামের আড়াইশ’ পরিবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার হচ্ছে উন্নয়নের সরকার। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ সোলায়মান মিয়া, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আলমগীর খান, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মুকিত।
ছুরত আলী সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- রাজিউরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল আহমেদ, হবিগঞ্জ জেলা ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইয়াদুল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ আহমদ আলী শামীম, নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ইছাক আলী সেবন, রাজিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ আহমেদ প্রমুখ। সভা পরিচালনা করেন ইউপি সদস্য সফিউল ইসলাম তছকির।
উল্লেখ্য, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ৪৮ লাখ টাকা ব্যয় প্রায় ৬ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করে। এই সংযোগের ফলে ৫শ’ পরিবার বিদ্যুৎ সুবিধা লাভ করবে।