হবিগঞ্জ প্রতিনিধি : বিভিন্ন খাতে সাফল্যের স্বীকৃতি হিসেবে হবিগঞ্জ জেলা পুলিশের পাঁচ সদস্যকে পুরস্কৃত করেছে সিলেট বিভাগীয় পুলিশ কমিশনার।
শনিবার (২৪ ডিসেম্বর) সিলেটে বিভাগীয় পুলিশের রেঞ্জ কার্যালয়ে বিভাগীয় মাসিক অপরাধ সভায় বিভাগীয় পুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. মিজানুর রহমান, তাদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন।
ওই সভায় সিলেট বিভাগের অপর তিন জেলার আরও ছয় পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রসহ সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।