বানিয়াচং থেকে সংবাদদাতা : বানিয়াচং হাসপাতাল এর প্রবেশদ্বার ও অভ্যন্তরে খানা-খন্দকে ভগ্ন রাস্তাটি দেখার যেন কেউ নেই। এই ভগ্ন রাস্তাটিতে চলাচল করতে গিয়ে প্রতিদিনই ঘটছে অহরহ দূর্ঘটনা। বানিয়াচং উপজেলার ৩ লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবা প্রদানের একমাত্র স্থান এই হাসপাতালটি। এই রাস্তা দিয়ে প্রতিদিন মুমূর্ষ রোগীকে যাতায়াত করতে হয়। রোগী বহনকারী গাড়ী ও এ্যাম্বুলেন্সের ঝাঁকুনীতে প্রসূতি মায়েরাসহ রোগীদের যন্ত্রণা আরো বৃদ্ধি পায়। এতে করে চিকিৎসা নিতে আসা রোগীরা ডাক্তারের কাছে পৌছার আগেই মৃত্যুর দ্বারপান্তে পৌছে যায়। দীর্ঘদিন ধরে রাস্তাটির এ বেহাল দশায় পড়ে থাকলেও সরকারের দায়িত্বশীল কর্তা ব্যক্তিসহ কারো নজরেই পড়ছে না। এ ব্যাপারে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা গরীব হোসেন মহল্লার তোফাজ্জ্বল মিয়া এ প্রতিনিধিকে জানান, বানিয়াচংয়ের হাসপাতালে রাস্তার কথা মনে হলে চিকিৎসার জন্য হাসপাতালে আসতে ইচ্ছে করে না। এ ধরনের আরো অনেক রোগী আক্ষেপ করে জানান, এই হল আমাদের বানিয়াচংয়ের যোগাযোগ ব্যবস্থা, এই হাসপাতালের গুরুত্বপূর্ণ একটি রাস্তার দশা যদি এরকম হয়, তাহলে অন্য রাস্তাগুলোর অবস্থা কেমন হবে তা বলার উপেক্ষা রাখে না। যথাযথ কর্তৃপক্ষকে জনস্বাথে দ্রুত এ রাস্তাটি সংস্কারের জন্য জোর দাবী জানান তারা।