মীর সজল(দ.কোরিয়া)থেকেঃ দক্ষিন কোরিয়া থেকে রেমিটেন্সের পরিমাণ গত সাত বছরে বেড়েছে তিনগুণ। ২০০৯-১০ অর্থবছরে কোরিয়া থেকে রেমিটেন্সের পরিমাণ ছিল প্রায় ২ কোটি ৮ লাখ ডলার।
২০১৫-১৬ অর্থবছরে রেমিটেন্সের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৪৮ লাখ ডলার। একই অর্থবছরে জাপান থেকে পাঠানো রেমিটেন্সের পরিমাণ ছিল ২ কোটি ২১ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
সাত বছরে বিপুল পরিমাণ রেমিটেন্স বাড়ার অন্যতম কারণ কোরিয়ায় ইপিএস কর্মীদের সংখ্যা বৃদ্ধি পাওয়া। ২০১০ সাল থেকে ক্রমান্বয়ে ইপিএস কর্মীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
রেমিটেন্স বাড়ার জন্য ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়ার সভাপতি হাবিল উদ্দিন। তিনি বলেন কোরিয়া প্রবাসীরা দিনদিন সচেতন হচ্ছে যার ফলে হুন্ডিতে অর্থ পাঠানো কমে যাচ্ছে। যদি আরো বেশি প্রচারণা চালানো যায় রেমিটেন্সের পরিমাণ আরো বাড়বে বলেও মত প্রকাশ করেন তিনি।