ফখরুল আলম,যুক্তরাজ্য প্রতিনিধি :- গত রবিবার (০৭ আগষ্ট) যুক্তরাজ্য নিবাসী নবীগঞ্জের কৃতি সন্তান এম মান্নান খাঁনের পুত্র জসিম খাঁন ও শাহ মুনিম এর কন্যা ফরিদা ইয়াছমীন শাহ বিয়েতে প্রবাসী বাঙালি সহ স্থানীয় বিভিন্ন কমিউনিটিতে রীতিমত হৈ চৈ পড়ে গেছে।
ইষ্ট চেশিয়ারের প্রাকৃতিক মনোরম পরিবেশের মধ্যে অবস্থিত হ্যাজলিনটন হল। দুপুর সাড়ে ১২টায় হেলিক্যাপটার চড়ে বর আসেন হলে, তার কিছুক্ষনের মধ্যেই কন্যা আধুনিক মানের গাড়ি থেকে নেমে সকলকে থাক লগিয়ে দিলেন। গেইটে দাড়িয়ে ইংলিশ নারীরা ভ্যায়লিন বাশিঁর সুরে সুরে আগত অতিথিদের স্বাগত জানান।
গত একসপ্তাহ ধরে চলে বর ও কনের বাড়িতে বিয়ের নানান আয়োজন। বাঙালি আজনের মধ্যে বিশেষ করে সিলেটি সংস্কৃতিতে ধামাইল গান সহ কিনা ছিল না এই বিয়েতে। সিলেটি রীতিনীতির সাথে পশ্চিমা সংস্কৃতির এক অর্পূব মিশেল ছিল এই বিয়ের আয়োজনে।
বিয়ের অনুষ্টানে উপস্থিত ছিলেন ম্যানচেষ্টারস্থ সহকারী হাই কমিশনার মিসেস ফেদৌসি শাহারিয়া, স্থানীয় এমপি জুলি রাইট, বাংলাদেশ বিমানের ম্যানেজার আব্দুল জব্বার, গ্রেটার ম্যানচেষ্টার এসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব নাসির, ম্যানচেষ্টারের শাহজালার মসজিদের সভাপতি ও আওয়ামী লীগের সভাপতি ছোরাবুর রহমান,বিএনপি’র সভাপতি কামাল হোসেন, লিভারপুল বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফখরুল আলম এবং কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক সহ বিশিস্ট ব্যবসায়ীবৃন্দরা স্বপরিবারে উপস্থিত ছিলেন।
বাঙালির সাথে বিদেশী বন্ধুদের উপস্থিতিও কম ছিল না। অনুষ্টানে শিশুদের জন্য বাড়তি আয়োজন ছিল বাউন্সি ক্যাসেল। সাথে ছিল পাশের লেকে নৌকা ভ্রমণ সহ বিভিন্ন বিনোদন মূলক অনুষ্টান।
যুক্তরাজ্যর মতো দেশে বাঙালির বিয়ে এমন তাক লাগানো আয়োজন অবাক করে তোলে সবাইকে। লোকমুখে শুনাযায় রাণীর দেশে রাজকীয় বিয়ে। বিয়েতে প্রায় দেড় হাজারের উপরে লোক সমাগম ছিল।