উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সোমবার সকালে যোগদান করেছেন বিসিএস ২৫তম ব্যাচের ক্যাডার তাজিনা সারোয়ার।
তিনি নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ’র পরিবর্তে যোগদান করেছেন। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার নবীগঞ্জ উপজেলায় যোগদানের পূর্বে বাংলাদেশ সচিবালয় সহ মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ব্যক্তিগত জীবনের বিবাহিত এবং ২ কন্যা ও ১ ছেলে সন্তানের জননী।
তার বাবা মোঃ সারোয়ার হোসেন বাংলাদেশ সচিবালয়ের সাবেক অতিরিক্তি সচিবের দায়িত্বে ছিলেন। তার গ্রামের বাড়ী বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার চালিতাবুনিয়া গ্রামে।