হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার ঐহিত্যবাহি বৃন্দাবন সরকারী কলেজে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী ছাত্র শিক্ষক ও অভিভাবক সমাবেশ অনুষ্টিত হয়েছে।
রোববার সকাল ১১টায় বৃন্দাবন কলেজ মাঠে সমাবেশটি শুরু হয়।
সমাবেশের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন কলেজের ইমাম মাওলানা আশিকুর রহমান, গীতা পাঠ করেন রসায়ন বিভাগের সহযোগি অধ্যাপক আলপনা কর্মকার।
হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ আয়োজনে এ সমাবেশে সভাপতিত্ব করেন বৃন্দাবন কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুজ্জামান চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান পিপিএম, জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ।
সমাবেশে ১০ হাজার শিক্ষার্থী, অভিভাক, শিক্ষকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা হবিগঞ্জ থেকে জঙ্গিবাদ নির্মূলে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহবান জানান।