স্পোর্টস ডেস্ক :বিশ্বকাপের স্বপ্ন নিয়ে গতকাল রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দলের সঙ্গে যেতে পারেননি ওপেনার ও বিশ্বকাপ দলের অন্যতম সদস্য তামিম ইকবাল। তবে অস্ট্রেলিয়ার উদ্দেশে তিনি দেশ ছাড়ছেন আজ। ইনজুরির কারণে তাকে প্রথমেই যেতে হবে মেলবোর্নে তার চিকিৎসক ডেভিড ইয়াং-এর সঙ্গে দেখা করতে। এরপরই জানা যাবে প্রথম ম্যাচের জন্য তিনি কতটা ফিট। গতকাল রাত ৯টায় মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে দলের ১৩ ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্ট অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন। দলের সঙ্গে যেতে না পারায় কিছুটা মন খারাপ তার। তবে বাস্তবতা মেনেও নিয়েছেন স্বাভাবিকভাবেই। গতকাল সংবাদ সম্মেলনে তামিম ইকবাল তুলে ধরেন নিজের বিশ্বকাপ ভাবনা। তার কথোপকথনের মূল অংশ তুলে ধরা হলো-