হামিদুর রহমান,মাধবপুর থেকে :হবিঞ্জের মাধবপুর উপজেলার মোস্ট ওয়ানটেড ডাকাত উপজেলার দক্ষিণ অঞ্চলের ত্রাস বলে ক্যাত রজব আলী (৪০)কে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ।শনিবার(৬জুন)রাত ৮টার দিকে রজব আলীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রজব আলী উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মন্নর আলীর ছেলে।মাধবপুর থানার উপ পরিদর্শক (এসআই) মমিনুল ইসলামের নেতৃত্বে কাসিম নগর পুলিশ ফাড়িঁর ইনচার্জ ফকরুজ্জামান ও মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মফিজুল ইসলাম সহ বিপুল সংখ্যক পুলিশ নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত রজব আলীর বিরুদ্ধে ডাকাতি ও হত্যাসহ ১০টির ও অধিক মামলা আছে বলে জানায় মাধবপুর থানা পুলিশ। মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মুকতাদির হোসেন ডাকাত রজব আলীকে আটকের বিষয় নিশ্চিত করেছেন।