নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ শহরের গরুর বাজার এলাকায় অবৈধ ট্রাক্টর চলাচলের কারনে খোয়াই বাধের রাস্তায় দেখা দিয়েছে শোচনীয় দশা। প্রতিদিন ঝুকি নিয়ে চলছে মাটিসহ নির্মান সামগ্রী বোঝাই ট্রাক্টর। গরুর বাজার এলাকায় খোয়াই বাধেঁর উপর দিয়ে যে রাস্তা রয়েছে তা দীর্ঘদিন যাবত জনগনের চলাচলের জন্য গুরুত্বপূর্ন ভূমিকা রেখে আসছে।
এমনকি খোয়াই নদীর বাধে অনেক শান্তিপ্রিয় নাগরিক বিকেল বেলা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য বেড়াতে যেতে দেখা যেত প্রায়শই। কিন্তু সম্প্রতি লাগামহীনভাবে মাটিসহ নির্মান সামগ্রী বোঝাই ট্রাকটর বাধের উপর দিয়ে চলাচলের কারনে রাস্তাটির ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।
খোয়াই বাধের উপর দিয়ে যশের আব্দা নৌকাঘাট পর্যন্ত মাটির রাস্তা এবং তারপর লাম্বাবাক এলাকা পর্যন্ত রাস্তা পাকা অবস্থায় রয়েছে। কিন্তু অবৈধভাবে ট্রাক্টর চলাচলের কারনে পুরো রাস্তাই এখন ঝুকিপূর্ন হয়ে আছে। এছাড়াও গরুর বাজারের পাশ দিয়ে খোয়াই বাধ পর্যন্ত পৌরসভার ইটসলিং রাস্তাটির হয়েছে করুন দশা।
খাদ্য গুদাম রোড হতে ইট সলিং এ রাস্তাটি এলাকাবাসীর চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ন একটি রাস্তা। কিন্তু এ রাস্তায় নিষেধ থাকা সত্বেও অনবরত মাটিসহ নির্মান সামগ্রী বোঝাই ট্রাকটর চলাচলের ফলে রাস্তাটি অনুপযোগী হয়ে পড়েছে।
এলাকাবাসী এর প্রতিবাদ করলে ট্রাক্টরের ড্রাইভার ও শ্রমিকরা এলাকাবাসীর সাথে ঝগড়ায় লিপ্ত হয়। এলাকাবাসী অভিযোগ করেন যে একটি মহল অর্থের বিনিময়ে এ সকল ট্রাক্টরকে যাতায়তের সুযোগ করে দিচ্ছে।
এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ফলে যে কোন সময় ওই এলাকায় অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এলাকাবাসী এ রাস্তায় ভারী যানবাহন চলাচল বন্ধের জন্য আইনশৃংখলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবী জানিয়েছেন।