হবিগঞ্জ প্রতিনিধি : আরো এক দফা পেছালো সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ। কোন সাক্ষী না আসায় বুধবার (২ আগস্ট) সাক্ষ্য গ্রহণের নির্ধারিত তারিখ থাকা সত্ত্বেও সাক্ষ্যগ্রহণ করা যায়নি। পরে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান বৃহস্পতিবার মামলার সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কিশোর কুমার কর জানান, নির্ধারিত দিনে সাক্ষ্যগ্রহণের জন্য মামলার আসামীদের ঢাকা থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে আনা হলেও সাক্ষীদের অনুপস্থিতির কারণে আসামীদেরও আদালতে হাজির করা হয়নি।
কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র (সাময়িক বরখাস্ত) আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌর মেয়র (সাময়িক বরখাস্ত) ও জেএমবি নেতা মুফতি হান্নানসহ মোট ৩২ জন আসামী রয়েছেন। এর মধ্যে ৮ জন আসামী জামিনে, ১৪ জন কারাগারে এবং ১০ জন পলাতক।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া, কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে কিবরিয়া হত্যা মামলার বিচার কার্যক্রম চলছে।