নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার আনোয়ার পুর গ্রামের দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ময়না মিয়া (৩০), শাবানা বেগম (২০), জয়ফুল বেগম (৩৫), শুকুর মিয়া (২৫), আল আমিন (২৬), হাসেনা বেগম (৩০), আশিক মিয়াকে (২৮) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, আনোয়ার পুর গ্রামের বাচ্চু মিয়ার শিশু কন্যা স্থানীয় প্রাথামিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ও একই গ্রামের নাছির মিয়ার পুত্র মারুফ তৃতীয় শ্রেণীর ছাত্র।
তারা সকালে স্কুলে ঝগড়া করে। বিষয়টি তাদের অভিভাবকরা জানলে দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়।
খবর পেয়ে স্থানীয় মুরুব্বীরা পরিস্থিতি স্বাভাবিক করেন।