শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:শায়েস্তাগঞ্জে সমতা মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে অসহায় দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন ও এর উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে সমতা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মিসেস ফাতেমা বেগমের সভাপতিত্বে সংস্থার প্রোগ্রাম অর্গানাইজার মোঃ মনিরুজ্জামান মনিরের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সহকারী কমান্ডার শফিকুর রহমান, এনজিও প্রতিনিধি ড. এস.কে.বি উত্তম, তাজুল ইসলাম তাজুল, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী সেলিমসহ এনজিও কর্মকর্তারা। আলোচনা সভা শেষে সংগঠনের পক্ষ থেকে হতদরিদ্র অসহায় মহিলাদের মাঝে ১৭টি সেলাই মেশিন বিতরণ করা হয়। প্রতিবছরের ন্যায় এবছরও সমতা মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে দরিদ্র মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন ও উপকরণ বিতরণ করা হয়।