হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি ইয়াছিনুল হক সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার বিকেলে থানার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
মতবিনিময়কালে থানা এলাকার সার্বিক আইনশৃংখলা নিয়ন্ত্রণে রাখতে নবাগত ওসি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, মানুষ ভুলের উর্ধ্বে নয়। সকল বেধাবেদ ভুলে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ইভটিজিং, মাদক নিয়ন্ত্রণ, গ্রাম্যধাঙ্গা প্রতিরোধ করে হবিগঞ্জকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলার ধীর প্রত্যয় ব্যক্ত করেন ওসি।এছাড়া হবিগঞ্জ সদর থানাকে দালাল মুক্ত করার ঘোষনা দেন তিনি।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান, জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি এম এ ওয়াহেদ, বর্তমান সভাপতি রাসেল চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শরীফ চৌধুরী, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, দৈনিক মানবকণ্ঠ ও ঢাকা টাইমস টোয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি আবু হাসিব খান চৌধুরী পাবেল, মোহনা টিভির প্রতিনিধি মোঃ ছানু মিয়া, এশিয়ান টিভির প্রতিনিধি এস এম সুরুজ আলী, এসকে সাগর, আব্দুল হাকিম, জুয়েল চৌধুরী, এম সজলু, জাকারিয়া চৌধুরীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীগণ।
এছাড়াও বক্তব্য রাখেন থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ মিজানুর রহমান, আব্দুর রহিম প্রমূখ।