মোঃ রহমত আলী, হবিগঞ্জ: হবিগঞ্জের পল্লীতে এক ভিক্ষুকের পরিত্যক্ত ভূমি দখল করা নিয়ে দুই প্রভাবশালী ব্যক্তির লোকজনের সংঘর্ষে মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
সোমবার সকাল ১০টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় কামাল মিয়া (৩০), জায়েরা খাতুন (৫৫) ও রাজিয়া খাতুন (৫০) কে হবিগঞ্জ সদর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনান্যদেকে প্রথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলা রাজিউড়া ইউনিয়নের আদর্শ গ্রামের ভিক্ষুক মোঃ নুর আলী (৬০) কিছুদিন ধরে জীবীকায়নের তাগিদে নিজের বসত ভিটে ফেলে বিভিন্নস্থানে ঘোরে ঘোরে ভিক্ষা করে ক্ষুধা নিবারণ করছেন। ভিক্ষুক নুরআলী’র পরিত্যক্তা বাড়ির দিকে দৃষ্টি পরে একই গ্রামের প্রভাবশালী হেলাল মিয়া (৪০) ও নাছির মিয়া (৪০) এর। তারা বাড়িটি তাদের দখলে নেয়ার জন্য বিভিন্ন চেষ্টা চালিয়ে আসছেন।
সোমবার সকাল ১০টায় হেলাল মিয়া বাড়িটি তার দভলে নেয়ার জন্য কিছু বনজ গাছের চার রোপন করতে ওই বাড়িতে আসেন। হেলাল মিয়া কর্তৃক বাড়ি দখলের খবর জেনে একই সময় নাছির মিয়াও কিছু গাছের চারা নিয়ে বাড়িটি দখল করতে যান। দুই দখলবাজ মুখোমুখি হলে তাদের মাঝে বিরোধ দেখা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে দল পাকাপাকি শুরু হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।
সংঘর্ষে খবর এলাকায় চাউর হলে এলাকার লোকজন ঘটনা স্থলে এসে তাদের সংঘষ নিয়ন্ত্রণ করে। এতে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়।