চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিক আলীর দুর্নীতি ঢাকতে কোমলমতি ছাত্রছাত্রীদের রাস্তায় নামালেন।
রোববার দুপুরে প্রচন্ড খরা রৌদ্রে অধ্যক্ষের নিজের অপরাধ গোপন করতে তিনি ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিবাদ মিছিল করান।
জানা যায়, গাজিপুর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিক আলী অতিরিক্ত ফি আদায় করছেন ছাত্রছাত্রীদের কাছ থেকে। ছাত্রছাত্রীদের অভিবাকরা বেশি ফি আদায়ের অভিযোগ করে। তারপরও তিনি অতিরিক্ত ফি আদায় করেন ।
এ নিয়ে কয়েক অভিবাবকের সাথে তর্কাতর্কির ঘটনার জের ধরে তিনি প্রচন্ড রৌদ্রে অভিবাবকের বিরুদ্ধে ক্লাস বাদ দিয়ে ছাত্রছাত্রীদের রাস্তায় নামিয়ে প্রতিবাদ মিছিল করান।
স্কুল ছাত্রের অভিবাবক আব্দুল হাই, এজাজ মিয়া, হাজী আব্দুর নুর এ প্রতিনিধি কে জানান, ছাত্রদের কাছ থেকে বেশি বেশি ফি নেওয়ার কারণ জানতে আমরা স্কুলে গেলে অধ্যক্ষ রফিক আলী বলেন, আমার যা ইচ্ছা তাই ফিস নিব তা দিতে হবে। নতুবা ছাত্রদের নিয়া যান।
এ নিয়ে তার সাথে আমাদের কথাকাটি হলে তিনি কোমলমতি ছাত্রছাত্রীদের খরা রোদ্রে তিনি তাদের ক্লাস বাদ দিয়ে রাস্তায় নামিয়ে আমাদের বিরুদ্ধে মিছিল করাচ্ছে।