বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার অলোয়া গ্রামে পানি সেচকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আরশ মিয়া (৪০) অবশেষে মারা গেলেন।
গত বৃহস্পতিবার সকাল ৭ টায় সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। সংঘর্ষের ঘটনায় নিহতের আপন ভাই ও ভাতিজা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ওইদিনই রাতে নিহত আরশ মিয়ার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।এ ঘটনায় গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
গ্রামের প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ২২ জুলাই সকাল সাড়ে ৬টারদিকে আরশ মিয়া ও তার ভাইয়ের মালিকানাধীন একটি ডুবা থেকে অনুমতি ছাড়াই পানি সেচন করছিল একই গ্রামের নিজ পঞ্চায়েতভূক্ত ময়না মিয়ার পুত্র আব্দুল শহীদ। এতে নিজেদের প্রয়োজনের কথা বিবেচনা করে পানি সেচন করতে আপত্তি দেন আব্দাল মিয়া। তাতে আপত্তি অমান্য করে উল্টো অশ্লিল ভাষায় বকাঝকা করতে থাকে শহীদ। এ নিয়ে উভয় পক্ষের মাঝে বাক বিতন্ডা হয়।
এক পর্যায়ে চতুর আব্দুল শহীদ পানি সেচন বন্ধ করে বাড়িতে গিয়ে তার গণ-গোষ্ঠীদের জানালে আব্দুল শহীদ, আব্দুল আউয়াল তালুকদার, ময়না মিয়াসহ গোষ্টীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সদল বলে আব্দাল মিয়ার বাড়ি ঘেরাও করে ফেলেন।
এসয় অসংখ্য লাঠিয়াল বাহিনীর কবল থেকে বাচতে আব্দাল মিয়া, তার ভাই আরশ মিয়া সহ পরিবারের লোকজন নিজের কাঁচা বসতঘরে দরজা বন্ধ করে আত্মরক্ষার জন্য আশ্রয় নেন।
এসময় উশৃংখল প্রকৃতির আব্দুল আউয়াল তালুকদারের নেতৃত্বে শহীন, ময়না সহ ২৫/৩০ জনের অস্ত্রধারী লোকজন ঘরের বেড়া ভেদ করে ফিকল দিয়ে আঘাত করতে থাকলে ফিকলের আঘাতে ঘরের ভেতরেই রক্তাক্ত জখম হন আরশ মিয়া।
এতে গুরুতর আহত হন আব্দাল মিয়া, পুত্র মুশাহিদ মিয়া, এলাইছ মিয়া, সোমা আক্তার (১২) আহত হন। এসময় পরিবারের মাঝে মৃত্যু আতংক দেখা দেয়।
এ ঘটনা প্রতক্ষদর্শী গ্রামবাসীরা চেষ্টা করেও হামলাকারীদের নিবৃত্ত করা যায়নি। অবশেষে পুরো গ্রামবাসীর ধাওয়া খেয়ে হামলাকারীরা পিছু হটতে থাকে। পরে লোকজন আহতদের বাহুবল হাসপাতালে ভর্তি করেন। এর মাঝে আরশ মিয়া ও মুশাহিদকে সাথে সাথেই হবিগঞ্জ আধুনিক হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে আরশ মিয়ার অবস্থার অবনতি ঘটলে তাকে সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়। সেখানে ৫দিন চিকিৎসাধীন অবস্থায় আরশ মিয়া মৃত্যু বরণ করেন।
আরশ মিয়ার মৃত্যু ও পরিবারের অন্যান্য সদস্যের গুরুতর আহতাবস্থায় পরিবারে চলছে শোকেম মাতম ও অজানা আতংক। বিশেষ করে নিহত আরশের বৃদ্ধা মা ও শিশু সন্তানদের আহাজারীতে আকাশ বাতাস ভারী হয়ে উঠে।
এদিকে সুশীল ব্যক্তিগণের মন্তব্য, যেখানে নিজ বসতঘরে আশ্রয় নিয়েও প্রাণ রক্ষা করতে পারলেন না আরশ মিয়া, সেখানে বর্বর পশুত্ব ছাড়া কিছু নেই। অনেকেই তাদের নরপশু হিসেবে আখ্যায়িত করেন। এ ঘটনায় গ্রামে উত্তেজনা ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে।