হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকায় অনুমোদনহীন আইসক্রীম তৈরীসহ বিভিন্ন অভিযোগে প্রাণ আইসক্রীম ফ্যাক্টরীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হাসান রুমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় শহরের উমেদনগর এলাকায় প্রাণ আইসক্রীম ফ্যাক্টরীতে অভিযান চালানো হয়। এতে ওই ফ্যাক্টরীটি বিএসটিআই’র অনুমোদনহীন ভাবে আইসক্রীম তৈরী, ঘন চিনি ব্যবহার, নিষিদ্ধ রংয়ের ব্যবহারসহ বিভিন্ন অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া উম্মুল বানিন, বিএসটিআই এর মেজবাহ উদ্দিন, সদর থানার এসআই সানা উল্লাহ্সহ একদল পুলিশ।