নবীগঞ্জ প্রতিনিধি:
নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেছেন, দেশে একমাত্র বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা’ র সরকারই বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতা চালু করেছিলেন। তিনি বলেন, আওয়ামীলীগ সরকার ব্যতিত দেশের উন্নয়ন সম্বব নয়। আজ ক্ষমতার লোভে এবং দেশের উন্নয়নকে বাদাগ্রস্থ করার জন্য বিএনপি, জামায়াত জোট জঙ্গি ও সন্ত্রাসবাদ সৃষ্ট করছে।
এ ব্যাপারে সকলকে সোচ্চার থাকার জন্য আহ্বান জানান।
তিনি বৃহস্পতিবার বিকালে পৌরসভা ও ইউনিয়নের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতা ভোগী নারী পুরুষের মধ্যে ভাতা বই বিতরণকালে উক্ত কথাগুলো বলেন।
উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর নুরের সভাপতিত্ব বই বিতরণ অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম, প্যানেল মেয়র-২ বাবুল দাশ, কাউন্সিলর কবির মিয়া প্রমুখ।