জাতীয় পার্টির কেন্দ্রিয় প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী আলহাজ¦ মোহাম্মদ আতিকুর রহমান আতিক এক বিবৃতিতে একই দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, এই আকস্মিক মৃত্যুতে বেগম খালেদা জিয়া ও তাঁর পরিবারের উপর যে শোকের ছায়া নেমে এসেছে তাঁহা আমরা মর্মে মর্মে উপব্ধি করছি। আমরা আশাকরি চলমান আন্দোলনের নেত্রী বেগম খালেদা জিয়া এই চরম দু:খের দিনে এতোবড় শোক সামলিয়ে উঠে এক ইতিহাস নির্ধারিত ভূমিকা রেখে যাবেন।
আতিকুর রহমান আতিক মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।