আকরামুল ইসলাম, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে ঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের নিজ মাগুরউন্ডা গ্রামের পল্লী সমাজের দরিদ্র শতাধিক নারী পুরুষ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৬ জুলাই মঙ্গলবার বিকাল ৩ঘটিকায় উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের নিজ মাগুরউন্ডা পল্লী গ্রামের পাঠান বাড়ীর ঈশা খান এর বসত বাড়ীতে পল্লী সমাজের আয়োজনে শতাধিক দরিদ্র অসহায় নারী পুরুষ সদস্যসহ এলাকার ছোট বড় সকলকেই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠানে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসা প্রদান করেন ডাঃ বিধান দেব রায়।
বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠানকে সফল ও সার্থক করার জন্য দিনরাত পরিশ্রম করায় পল্লী সমাজের সভা প্রধান দিলারা বেগম, সেক্রেটারী ফাতেমা বেগম ও ক্যাশিয়ার ছুকেরা খাতুনকে এলাকাবাসী ধন্যবাদ জানান এবং এধরণের বিনামূল্যে ক্যাম্পেইন প্রতিমাসে ও প্রতি বছরেই হয় এ ব্যাপারে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্পেইনে আগত উপস্থিত পল্লী সমাজের রোগীরা অনুরোধ জানান।
বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির অফিসার অল্লিকা দাস,সাংবাদিক মোহাম্মদ আকরামুল ইসলাম, ডাঃ বিধান দেব রায়,চুনারুঘাট ব্র্যাক এফও (এমআইওয়াইসিএন) প্রীতিময় দাস, মোঃ আলাই খান, মোঃ সুমন মিয়া, মোঃ সোলাইমান, মোঃ ফাহিম, মোঃ শাকিল মিয়া, নিজ মাগুরউন্ডা পল্লী সমাজের সভা প্রধান মোছাঃ দিলারা বেগম,সেক্রেটারী মোছাঃ ফাতেমা বেগম, ক্যাশিয়ার মোছাঃ ছুকেরা খাতুন,পল্লী সমাজের নারী সদস্য মোছাঃ আমিনা খাতুন, মোছাঃ নাজমীন খাতুন, মোছাঃ এর্শাদুন্নেছা, মোছাঃ রাহেনা খাতুন, মোছাঃসাফিয়া খাতুন (১), মোছাঃ সেলিনা বানু, মোছাঃ আজব চাঁন,মোছাঃ আঙ্গুরা খাতুন, মোছাঃ শামীমা খাতুন, মোছাঃ শাফিয়া খাতুন (২), মোছাঃ সায়েরা খাতুন, মোছাঃ রোকেয়া খাতুন, মোছাঃআনোয়ারা খাতুন (১), মোছাঃ মুর্শেদা খাতুন, মোছাঃ গোলাপ চাঁন,মোছাঃ মফিলা খাতুন, মোছাঃ আনোয়ারা খাতুন (২), মোছাঃ আয়েশা খাতুন, মোছাঃ হেলেনা খাতুনসহ এলাকার বিশিষ্ট মুরুব্বী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ অনেকেই উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, স্বাস্থ্য ভাল রাখতে হলে সব সময় চিন্তামুক্ত থাকতে হবে।
স্বাস্থ্য খারাপ হলে নিকতস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দ্বারা পরীক্ষা ও চেকআপ করাবেন এবং নিকটস্থ পল্লী সমাজের সদস্যদের কাছে সব সময় যোগাযোগ করবেন।