আকিকুল ইসলাম লালু,উচাইল থেকে : হবিগঞ্জ সদর উপজেলার উচাইল শংকর পাশা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই ভাইয়ের সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত হয়েছে। প্রথম দফায়ঃ শনিবার রাত সাড়ে ৭টার দিকে সংঘর্ষ হয়।
আহত হয় মৃত তমিজ উদ্দিনের পুত্র নাসিরের (৩০) সাথে লিলু মিয়ার পুত্র তার চাচাতো ভাই হেলাল মিয়ার (২৫)। গুরুতর আহত অবস্থায় নাসির মিয়া, হেলাল মিয়া ও মায়া বানুকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
এ বিরোধটি নিষ্পত্তী হওয়ার জন্য এলাকার মুরুব্বিয়ান মধ্যস্থতায় আজ বুধবার দিন ধায্য করা হয়েছিল কিন্তু উক্ত বিরোধের জের ধরে উভয়পক্ষের লোকজন আবারও দ্বিতীয় দফায়ঃ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে উভয়পক্ষের ৫ জন আহত হয়, আহত সুত্রে জানা যায় লিলু মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বিলাল মিয়া (২৫)কে ও জুয়েল মিয়া (২২) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ ব্যাপারে এলকায় তমতমে ভাব বিরাজ করছে।