বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে আব্দুর রশিদ (৫০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
সোমবার বিকাল ৫টায় উপজেলার শিবপাশা গ্রামে এ ঘটনাটি ঘটে।নিহত আব্দুর রশিদ (৫০) মুশরিক কলা গ্রামের কোরবান উল্লার ছেলে।
জানাযায়,উপজেলার লামাতাশী ইউনিয়নের মুশরিক কলা গ্রামের আব্দুর রশিদ বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে র্পূব বিরোধের জের ধরে শিবপাশা গ্রামের চান্দের বাড়ির নূরুল আমীন ও আব্দুল কাইয়ুমের লোকজন তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থার অবনতি ঘটলে সিলেট হাসপাতালে নেওয়ার পথে রাত ৯ টায় গোয়ালাবাজার নামক স্থানে পৌঁছলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বাহুবল মডেল থানার সেকেন্ড অফিসার এস আই কাজী জিয়া উদ্দিন সত্যতা নিশ্চিত করেছেন।