এম এ আই সজিব : নিখোঁজের ৬ দিন পর ধুলিয়াখাল বিসিক শিল্প নগরী এলাকা থেকে জাহিদুল ইসলাম ফাহিম (১২) নামে এক কিশোরকে উদ্ধার করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ। সে শহরতলীর পশ্চিম ভাদৈ গ্রামের মৃত জিতু মিয়ার পুত্র। গতকাল শনিবার বিকাল ৫টার দিকে তাকে ওই এলাকা থেকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিখোজ কিশোর ফাহিম গত ১৬ জুলাই বিকাল ৩টার দিকে খেলতে যাবার নাম করে বাড়ি থেকে বের হয়। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও ফাহিম বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজনরা উদ্বিগ্ন হয়ে পরে। তার পরিবারের লোকজন তার নিকট আত্মীয়দের বাড়ি থেকে শুরু করে সম্ভাব্য সব স্থানে খোজ করেও তার কোন খবর না পেলে থানা পুলিশের সরনাপন্ন হয়। পরে গত বৃহস্পতিবার নিখোজের বড় ভাই লুৎফুর রহমান সাদ্দাম সদর থানায় একটি সাধারণ ডায়েরী করে। এর প্রেক্ষিতে সদর থানার এএসআই আব্দুল লতিফের নেতৃত্বে পুলিশ তাকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালালে গতকাল শনিবার বিকাল ৫টার শহরতলীর ধুলিয়াখাল বিসিক শিল্প নগরী এলাকায় ফাহিমকে ঘোরাফেরা করতে দেখে তাকে উদ্ধার করে।