নবীগঞ্জ প্রতিনিধি॥ নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু এমপি বলেন,আজকে যারা নবীন তারাই ভবিষ্যতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সমৃদ্ধশালী দেশ গড়তে অবদান রাখবে।
আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হলে প্রত্যেক ছাত্র-ছাত্রীদের মাঝে চেষ্টা ও লেখা পড়ায় মনোযোগ থাকতে হবে। তিনি এসময় জঙ্গীবাদের বিরুদ্ধে সোচ্চার ভুমিকা রাখতে ছাত্র ও শিক্ষকদের প্রতি আহবান জানান। রবিবার সকালে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দিনারপুর কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
কলেজ পরিচালনা কমিটির সদস্য আব্দুল মুহিত চৌধুরীর সভাপতিত্বে ও প্রভাষক মোশাররফ মিটুর পরিচালনায় অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গজনাইপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, বিশিষ্ট সমাজ সেবক ইলিয়াস মিয়া।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ তনুজ রায়, প্রভাষক শাহেদ আহমেদ, সাংবাদিক এম.এ.মুহিত প্রমুখ। এ ছাড়া ও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্বা আজমান আলী, নজরুল ইসলাম, আঃ মালিক, লুৎফর রহমান প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ কলেজের ২০১৬ সনের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের কে ফুল দিয়ে বরণ করেন। অনুষ্ঠানে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত কলেজের একাদশ শ্রেণির ছাত্রী রোখসানা আক্তার লিপির চিকিৎসার জন্য প্রধান অতিথি এম.এ মুনিম চৌধুরী বাবু এমপি, ও অনুষ্ঠানের সভাপতি আব্দুল মুহিত চৌধুরী দশ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন।