ডেস্ক : বেতনের টাকার ভাগ না দেয়ায় সখিনা বেগম (৩০) নামের এক গার্মেন্টকর্মীকে হত্যা করেছে তার স্বামী।
শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে সখিনার মৃত্যু হয়। জানিয়েছেন, ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।
তিনি জানান, সখিনা বেগম একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তার স্বামী হাবিবুর রহমান চাকরি করতেন একটি প্রাইভেট প্রতিষ্ঠানে। তারা রাজধানীর বনশ্রীর সি- ব্লকের ৫০১ নম্বর বাসায় ভাড়া থাকতেন। হাবিবের বাড়ি ভোলা জেলা সদরে।
নিহত সখিনার প্রতিবেশী আঞ্জুমনারা বেগম জানান, প্রতিদিনের মতো আজো বিকেলে সখিনার চাকরির টাকা নিয়ে হাবিবের সঙ্গে ঝগড়া হয়। এসময় সখিনাকে মারধর করেন স্বামী হাবিবুর রহমান। নির্যাতনের এক পর্যায়ে সখিনা বেগম সজ্ঞা হারিয়ে মাটিতে লুঠিয়ে পড়লে হাবিবুর বাসা থেকে পালিয়ে যান। পরে প্রতিবেশিরা সখিনাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে আছে। সূত্র : বাংলামেইল২৪ডটকম