হবিগঞ্জ প্রতিনিধি : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হবিগঞ্জে আওয়ামী লীগের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বহিষ্কৃত নেতারা হচ্ছেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম মোল্লা মাসুম, কোষাধ্যক্ষ আব্দুর রহমান, মাধবপুর উপজেলা সভাপতি শাহ মো. মুসলিম ও মাধবপুর পৌর সভাপতি বেনু মাধব রায়।
জেলা শাখার উপ-দফতর সম্পাদক শাহ ফখরুজ্জামান জানান, শনিবার বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি। তিনি আরো জানান, সভায় অভিযোগ ওঠে বিগত পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে উল্লেখিত চার নেতা অবস্থান নেন। এ অভিযোগ প্রমাণিত হওয়ায় সভায় তাদের বহিষ্কার করা হয়।