নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ পৌর শহরের দাউদনগর বাজারে মোবাইলের দোকানে চুরি সংঘটিত হয়েছে। এতে দোকান থেকে নগদ টাকাসহ ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।
শনিবার ভোররাতে বাজারের রেল গেইট এলাকায় মোঃ জীবন আহমেদের দোকানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দোকান মালিক জীবন আহমেদ রাতে দোকান বন্ধ করে বাড়ীতে চলে যান। পরদিন সকালে দোকান খুলে দেখেন পিছনের দরজা কাটা এবং মালামাল তছনছ অবস্থায় পড়ে আছে।
দোকান মালিক জীবন আহমেদ জানান, চোরেরা দোকান থেকে মোবাইল কার্ড, সিম, মেমোরিসহ নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জালাল উদ্দিন মোহন বিষয়টি নিশ্চিত করেন।