খালেদা-তারেকের সুস্থ্যতার জন্য ওমরা পালন করেছে সৌদিআরব বিএনপি
এস এইচ টিটু, সৌদি আরব থেকে : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আশু সুস্থ্যতা, দীর্ঘ জীবন কামনা করে পবিত্র ওমরা পালন করেছেন সৌদিআরব বিএনপির দুইশ নেতাকর্মী। এতে নেতৃত্ব দেন সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব।
মুকিব জানান, তার নেতৃত্বে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীরা একত্রিত হয়ে গত রাতে আল্লাহর ঘর তাওয়াফ এবং উমরা পালন করেছেন। তারা প্রত্যেকেই মহান আল্লাহর দরবারে লাব্বায়েক লা শরীক ধ্বনির সঙ্গে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থ্যতা এবং তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে চলমান আন্দোলনের সফলতায় সর্ব শক্তিমান আল্লাহর সাহায্য কামনা করেছেন।
আহমদ আলী মুকিব আরো জানালেন, আল্লাহর ঘর তাওয়াফের সময় মহান আল্লাহর দরবারে বাংলাদেশের জনগণের সুখ সমৃদ্ধি এবং চলমান আন্দোলনে যেসব লোকজন নিহত হয়েছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
তবে তাদের এ ওমরা এবং মোনাজাত বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ প্রয়াস বলেই জানালেন আহমদ আলী মুকিব।