নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল নামকস্থানে ট্রাকের চাপায় রিক্সা চালক আহত হয়েছে। তাকে মুমুর্ষ অবস্থায় সিলেট ওসামানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
শুক্রবার দুপুর ১টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে এ দুঘর্টনা ঘটে। আহত রিক্সা চালকের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, হবিগঞ্জগামী একটি ট্রাক (চট্ট মেট্রো ট-১৮-২১৫০) ধুলিয়াখাল পৌছলে সামনের একটি প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো গ- ১১- ১১৩২) পিছন দিক থেকে ধাক্কা দেয়। এসময় রিক্সা চালক জুম্মার নামাজে যাওয়ার জন্য রাস্তার পাশে দাড়ানো ছিল। ট্রাকটি কারকে ধাক্কা দিয়ে সামনের একটি ভ্যানগাড়ীর উপর পড়ে এবং রাস্তার পাশে দাড়ানো রিক্সা চালককে চাপা দেয়।
খবর পেয়ে স্থানীয় লোকজন এ সড়কে যান চলাচল বন্ধ করে স্পীডব্রেকার নিমার্ণের জন্য বিক্ষোভ করে। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
হবিগঞ্জ সদর থানার এসআই সুমন বিষয়টি নিশ্চিত করেন।