বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলায় মাইক্রোবাস চাপায় অজ্ঞাত এক রাস্তার পাগল নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়গাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক নিহত পাগলের নাম পরিচয় জানা যায়নি।
মিরপুর বাজার ব্যবসায়ী কল্যান সমিতির প্রচার সম্পাদক রুবেল সরকার মুটোফোনে দৈনিক শায়েস্তাগঞ্জকে জানান, রাতের অন্ধকারে রাস্তায় থাকা এক পাগলকে চাপা দিলে ঘটনাস্থলেই পাগল মারা যায়।
চাপা দিয়ে মাইক্রোবাসটি একটি গাছের সাথে ধাক্কা লেগে মাইক্রোবাস চালক আটকা পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আটকে পড়া চালককে গুরুতর আহত অস্থায় উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে পেরন করে।