নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা শহরের বাজার ও নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ-বান্দেরবাজার রাস্তা ভেঙ্গে গিয়ে স্থানে স্থানে গর্ত সৃষ্টি হয়েছে। এ বর্ষায় এসব রাস্তা বেহালদশায় পতিত হয়ে জনসাধারণের চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। রাস্তার বেহাল অবস্থা সৃষ্টিগোচর হয় এমপি কেয়া চৌধুরীর। তিনি পরিদর্শন করেন।
এ অবস্থায় ২১ জুলাই বৃহস্পতিবার এমপি কেয়া চৌধুরী এলজিইডি’র প্রধান প্রকৌশলীর কাছে ডিও প্রদান করেন। এসময় প্রধান প্রকৌশলীর পক্ষ থেকে কাঁদামাখা এসব রাস্তা সংস্কারের আশ্বাস প্রদান করা হয়। তাৎক্ষণিক বাহুবল উপজেলা প্রকৌশলীকে বাহুবল বাজার রাস্তা সংস্কারের ব্যবস্থা করতে বলা হয়েছে। এমপি কেয়া চৌধুরীর ফেইসবুকে এ রাস্তা সংস্কারের সংবাদের স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।
এমপি কেয়া চৌধুরী বলেন, বাহুবল বাজার রাস্তা সংস্কারের জন্য ডিও নিয়ে যাওয়ার পর এলজিইডি’র প্রধান প্রকৌশলীর পক্ষে গুরুত্বসহকারে বিষয়টি অবগত হয়ে সংস্কারের জন্য আশ্বাস প্রদান করা হয়। আশাকরি অচিরেই বাহুবল বাজার রাস্তায় কাজ শুরু হবে। তারসাথে শুরু হবে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ-বান্দেরবাজার রাস্তার সংস্কার কাজও।