হীরেশ ভট্টাচার্য্য হিরো,মাধবপুর : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকায় অবাদে “কোচিং বাণিজ্য” চলছে বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী ,উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্টানের কিছু শিক্ষক কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছেন । এসব শিক্ষক নিজের শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের কোচিং করান। শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি মাসে ,এক মাসে ১২টি ক্লাস মাথা পিছু ৩০০ থেকে ৪০০ টাকা করে ফি দেওয়া হয়। ১ ঘন্টা করে একাধিক দলে (ব্যাচ) শিক্ষার্থীদের কোচিং করানো হয়। একেকটি দলে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী থাকে। কয়েক জন শিক্ষক শিক্ষা প্রতিষ্টানে পাঠ দান কার্যক্রম শুরুর আগে ও পরে শ্রেণী কক্ষ ব্যবহার করেও কোচিং করান। নাম প্রকাশ না করার শর্তে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের কয়েক জন শিক্ষার্থী অভিযোগ করে ,নিজের শিক্ষা প্রতিষ্টানের সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকের কাছে কোচিং না করলে ওই শিক্ষকরা তাদের বকাঝকা করেন। পরীক্ষার নম্বর কম দেওয়ার হুমকি ধমকি দেন। কোচিং বাণিজ্য বন্ধে ২০১২ সালে প্রণীত নীতি মালায় বলা হয়েছে , কোন শিক্ষক তার নিজ শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের কেচিং করাতে পারবেন না। তবে শিক্ষা প্রতিষ্টানের প্রধানের কাছ থেকে আগে অনুমতি সাপেক্ষে দৈনিক বা প্রতিদিন অন্য যে কোন শিক্ষা প্রতিষ্টানের সীমিত সংখ্যক (সর্বোচ্চ ১০ জন) শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতে পারবেন। এ ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্টানের প্রধানকে লিখিত ভাবে শিক্ষার্থীদের শ্রেণী ও রোল নম্বরসহ তালিকা প্রদান করতে হবে। নীতিমালায় আরো বলা হয়েছে কোন শিক্ষক শিক্ষার্থীদের কোচিংয়ের ব্যপারে উৎসাহিত বা বাধ্য করাতে পারবেন না। এ ছাড়া প্রতিষ্টানে পাঠ দান শুরুর আগে ও পরে আগ্রহী শিক্ষার্থীদের অভিভাবকদের আবেদনের ভিত্তিতে প্রতিষ্টানের প্রধান অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করতে পারবেন । তবে এ ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে মাথা পিছু ১৫০ টাকা করে ফি রসিদের মাধ্যমে আদায় করেতে হবে। ওই ফি প্রতিষ্টানের প্রধানের নিয়ন্ত্রণে একটি আলাদা তহবিল জমা থাকবে । এর থেকে শিক্ষা প্রতিষ্টানের পানি ,বিদ্যুৎ , গ্যাস ও সহায়ক কর্মচারীদের ব্যয় বাবদ ১০ শতাংশ কর্তন করে বাকি টাকা অতিরিক্ত ক্লাসে নিয়জিত শিক্ষকদের মধ্যে বন্টন করা হবে। সম্প্রতি একাধিক শিক্ষা প্রতিষ্টানে গিয়ে জানা গেছে ,এসব নিয়ম না মেনেই কোচিং চলছে। এ ব্যপারে একাধিক শিক্ষা প্রতিষ্টানের প্রধানের কাছে জানতে চাইলে তারা কোন মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।