সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ থেকে : ব্যবসায়ের নামে সড়কের উপর যত্রতত্র পাথর, বালু, রড সহ বিভিন্ন মালামাল ফেলে জনসাধারণ ও যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং কাপড়ের দোকান, রড সিমেন্টের দোকান, গ্লাস হাউস এন্ড থাই এ্যালুমিনিয়াম কাগজপত্র গরমিল থাকার অভিযোগে ৬টি প্রতিষ্টানকে বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করেছে হবিগঞ্জের ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা শামসাদ বেগম, নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজিতি ধর। এসময় শায়েস্তাগঞ্জের দাউদনগর বাজার রাসেল ফ্যাশনের শানুমিয়াকে ২ হাজার টাকা, স্মার্ট ফ্যাশনের সারা মিয়াকে ১ হাজার টাকা, মেসার্স দিশারী মোঃ সাইদুর রহমানকে ১ হাজার টাকা, ছিট মহলকে ২২শ টাকা, জানু গ্লাস হাউস এন্ড থাই এ্যালুমিনিয়াম মোঃ জিলুমিয়াকে ১ হাজার টাকা, মেসার্স কাউসার এন্ড ব্রার্দাসকে ১ হাজার টাকা সহ মোট ৮ হাজার ২শ টাকা জরিমানা আদায় করে।
জানাযায়, দাউদনগর বাজারে রড সিমেন্টের দোকান গুলোর সামনে সড়কের উপর যত্রতত্র পাথর, বালু, রড সহ বিভিন্ন মালামাল সড়িয়ে নিতে নির্দেশ দিয়ে যান ভ্রাম্যমান আদালত। এ সময় ভ্রাম্যমান আদালতের সহযোগিতা করেন হবিগঞ্জ আদালতের পেশকার আব্দুস সামাদ, ফয়জুর রহমান, শায়েস্তাগঞ্জ থানার এস এই আতিকুল সহ একদল পুলিশ এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ।