মোঃ জমির আলী : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চালককে হাত-পা বেধে টমটম ছিনতাই করা হয়েছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে শায়েস্তাগঞ্জ পুরানবাজার-কলিমনগর সড়কের আলাপুর নামকস্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সুদিয়াখলা গ্রামের আঃ রউফের পুত্র টমটম চালক সাকির মিয়া (১৬) ড্রাইভার বাজার থেকে ৫-৬জন যাত্রী নিয়ে পুরানবাজার হয়ে কলিমনগর যাচ্ছিলেন। পথিমধ্যে যাত্রীবেশি ছিনতাইকারীরা কলিমনগর সড়কের আলাপুর নামকস্থানে চালককে হাত-পা বেধে রাস্তার নিচে ফেলে দিয়ে টমটম নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা চালক সাকির মিয়ার কান্না শুনে উদ্ধার করে। তাকে আহত অবস্থায় স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
টমটম মালিক হারুন মিয়া বিষয়টি দৈনিক শায়েস্তাগঞ্জকে নিশ্চিত করে জানান, এইমর্মে থানায় জিডি করা হবে।