হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে জঙ্গী সংগঠনের সদস্যদের চলাচল ও অবৈধ অস্ত্র পাচার রোধে আরও সক্রিয় ভূমিকা পালনে বিজিবি এবং বিএসএফ একমত পোষণ করেছেন।
এ লক্ষ্যে উভয় বাহিনীর নিয়মিত টহল বাড়ানোর পাশাপাশি যৌথ টহল জোরদার, কার্যকর তথ্য বিনিময়ের উপর জোর দেয়া হবে। একই সাথে কোম্পানী কমান্ডার পর্যায়ে সরাসরি যোগাযোগের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া চলছে।
সোমবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বাংলোয় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক শেষে উভয় বাহিনীর কর্মকর্তারা এ তথ্য জানান।
পতাকা বৈঠকে বাংলাদেশের শ্রীমঙ্গল সেক্টরের উপ-মহাপরিচালক কর্ণেল মো. জাকির হোসেন এবং ভারতের পক্ষে বিএসএফ পানিসাগর সেক্টরের ডিআইজি ডি কে শর্মা ও তেলিয়ামুড়া সেক্টরের ডিআইজি রাজীব সিনহা নেতৃত্ব দেন। এছাড়া সীমান্ত সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান ও মাদকরোধে নজরদারি বৃদ্ধির ব্যাপারেও উভয় বাহিনী একমত পোষণ করেন।