এম এ বাছির রাজা,মাধবপুর থেকেঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়নের ১৩২জন নির্বাচিত ইউপি সদস্যদেরকে আজ সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ বাক্য পাঠ করানো হয়েছে। এদের মধ্যে ৩৩জন ছিলেন সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম তাদেরকে এ শপথ বাক্য পাঠ করান।
এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান,ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ,উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল হক,সমাজ সেবা কর্মকর্তা সোলায়মান মজুমদার,নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান,বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান সামছুল ইসলাম মামুন,আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক পাঠান,বহরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান প্রমূখ।
শপথের পূর্বে নির্বাচিত ইউপি সদস্যদের উদ্দেশ্য সংক্ষিপ্ত এক বক্তব্য উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন আপনাদের উপর এখন কঠিন দায়িত্ব রয়েছে। এলাকার জঙ্গি ও সন্ত্রাস ধমনে আপনাদের ব্যপক ভূমিকা রাখতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন আপনারা এখন নির্বাচিত প্রতিনিধি। এলাকার প্রতিটি উন্নয়ন মূলক কর্মকান্ডে আপনাদের সতস্পূর্ত অংশ গ্রহন থাকতে হবে। তাহলে এদেশ আরো উন্নয়নের দিকে অগ্রসর হবে।