এম এ আই সজিব ॥ হবিগঞ্জ জেলার বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। গতকাল শনিবার রাত ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ সম্মেল কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাবিনা আলম। আলোচনা সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মনিপুরীদের রাস নাচ, সংগীত, নিত্যসহ হবিগঞ্জের শিল্পীরা ভাটিয়ালিগাণ পরিবেশন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-সচিব মোহাম্মদ আব্দুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একেএম সাইফুল আলম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হাসান রুমানসহ বিসিএস ক্যাডারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের পক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক ও তার পরিবারবর্গের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।