নবীগঞ্জ প্রতিনিধিঃ
কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে নবীগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ গতকাল শনিবার বিকালে দেশে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদে প্রতিবাদে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় নতুন বাজার আব্দুল মতিন স্কোয়ারে সমাবেশ অনুষ্টিত হয়েছে। স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল আহমদ বেলালের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল সর্দারের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল। বিশেষ অতিথি সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ইউপি চেয়ারম্যান ও সাবেক যুবলীগের সভাপতি আলী আহমদ মুছা, পৌরসভার প্যানেল মেয়র ও আওয়াৃীলীগ নেতা এটিএম সালাম, ইউপি চেয়ারম্যান সাজু চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক ফয়েজ আমীন রাসেল, ওহি দেওয়ান চৌধুরী, দুলাল চৌধুরী, পিকলু চৌধুরী, ছাত্রলীগের সভাপতি আবু ছালেহ জীবন, সাধারন সম্পাদক সাইদুর রহমান, রুবেল আহমদ। বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।