এস এইচ টিটু,সুতাং থেকে : হবিগঞ্জ সদর উপজেলার সুতাং বাজারে দ্রুতগামী একটি বালুবাহী ট্রাক্টর পেছন থেকে দাড়ানো (ঢাকা-মেট্রো-চ-১৩-৯৪১৮)নাম্বার মাইক্রো কে ধাক্কা দিলে এতে মাইক্রোর ৩ যাত্রী আহত হয় বলে জানাযায়। আহতদের তাৎক্ষনিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
শনিবার সকাল ১০ টার দিকে সুতাং বাছিরগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
উল্লেখ্য, স্থানীয়দের সহযোগিতায় বালুবাহী ট্রাক্টর কে আটক করে এবং দুনু পক্ষের গাড়ীর মালিককে খবর দিলে তারা সুতাং বাছিরগঞ্জ বাজারে আসে।স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশিং কমিউনিটির সভাপতি হাজী মুক্তার হোসেন এবং স্থানীয়দের কে নিয়ে দুনু পক্ষের আলোচনা সাপেক্ষে ট্রাক্টর মালিক কে ২০ হাজার টাকা জরিমানা করে দুনু পক্ষকে সমযোতা করে দেওয়া হয়।