হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরন প্রকল্পের আওতায় ৫ দিন ব্যাপী কৃযি প্রযুক্তি মেলা ২০১৬ মেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১ টায় জেলা কালেক্টর ভবনের নিমতলায় এ মেলার আয়োজন করে জেলা কৃযি সম্প্রসারন বিভাগ।
র্যালীর মাধ্যমে মেলার উদ্ধোধন করেন স্থানীয় সাংসদ অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
র্যালী শেষে মেলা প্রাঙ্গন ঘুরে দেখেন সাংসদ মোঃ আবু জাহির,অতিরিক্ত রজলা প্রশাসক মোঃ শফিউল আলম ও সাবেক হবিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ।
পরে আলোচনা সভা অনুষ্টিত হয় এতে সভাপতিত্ব করেন উপ পরিচালক বশির আহম্মদ সরকার কৃষি সম্প্রসারন বিভাগ হবিগঞ্জ।
অন্যন্যদের বক্তব্য রাখেন প্রধান অতিথি স্থানীয় সাংসদ মোঃ আবু জাহির ,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম,উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল আলম,সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ।
মেলায় ২০ ষ্টল রয়েছে প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে।