এম এ আই সজিব ॥ বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পাহাড়ি এলাকায় অবস্থিত আমতলী চা-বাগানে বজ্রপাতে নিহতদের পরিবারের পাশে এসে দাড়িয়েছেন এমপি কেয়া চৌধুরী। তিনি তাদের সার্বিকভাবে সহায়তা প্রদান করছেন। তাতে করে শ্রমিকরা এমপি কেয়া চৌধুরীর প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।
এমপি কেয়া চৌধুরী সরেজমিন গিয়ে নিহত ও আহতদের খোজখবর নেন। এমপি কেয়া চৌধুরীর আসার খবর পেয়ে শ্রমিক ও বাগান কর্তৃপক্ষ বাগানের মন্দির প্রাঙ্গণে আসেন। এসময় এমপি কেয়া চৌধুরী বজ্রপাতে নিহত চারজনের পরিবারের সাথে দীর্ঘক্ষণ কথা বলে তাদের সুখ দুঃখের খবর নিয়েছেন। তাছাড়া আহতদের চিকিৎসার খবরও তিনি। এসময় এমপি কেয়া চৌধুরী নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস ও আহতদেরকে চিকিৎসার ব্যবস্থা করে দেন।
এছাড়াও তিনি শ্রমিকদের স্বাস্থ্য ব্যবস্থার পুরোপুরি খবর সম্পর্কে অবগত হন। চা-শ্রমিক গর্ভবতী মা ও বয়স্ক নারীরা অসুস্থ হলে চিকিৎসালয়ে নিয়ে যাওয়ার জন্য বাহুবলের আমতলীসহ প্রত্যেক চা-বাগানে একটি করে ভ্যান গাড়ী দেয়ার ঘোষণা দেন এমপি কেয়া চৌধুরী। এ সময় শ্রমিকদের উপস্থিতিতে এমপি কেয়া চৌধুরী বলেন- শ্রমিকদের পরিশ্রমে দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করছে। মুক্তিযুদ্ধে চা-শ্রমিকদের অবদান আছে। তাদের সুখে দুঃখে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সবসময় রয়েছে।
এ সরকারের প্রতিনিধি হিসেবে আমি আপনাদের(চা-শ্রমিকদের) পাশে আছি। যেকোন সমস্যায় আমাকে আপনারা ডাকলে পাবেন। আমি নিহত শ্রমিক পরিবারের পাশে আছি। আহতদের চিকিৎসা নিয়ে কোনভাবেই সমস্যায় পড়তে হবে না। এ সময় বাগান ম্যানেজার কাজী মাসুদুর রহমান, আওয়ামীলীগ নেতা সামিউল ইসলাম, শামীম আহমেদ ও শ্রমিক নেতৃবৃন্দসহ চা-বাগান শ্রমিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ৮ জুলাই শুক্রবার দিবাগত রাতে বজ্রপাতে আমতলী বাগানের বাসিন্দা সবিন উড়াংয়ের ছেলে সঞ্জয় উড়াং(২০), দীপক উড়াং(১৪), বিপ্লব উড়াং(১২) ঘটনাস্থলে নিহত হন।
একই স্থানের বাসিন্দা দূর্গা মুড়ার কন্যা আহত রজনী মুড়া(১২) হবিগঞ্জ সদও আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ জুলাই শনিবার মারা যায়। এছাড়াও বজ্রপাতে আহত হন সবিন উড়াং, তার নিহত পুত্র সঞ্জয় উড়াংয়ের স্ত্রী সুনতি বুনার্জী, দূর্গা মুড়া ও তার স্ত্রী। তারা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ীতে অবস্থান করছেন।