এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের ২নং পুলস্থ সানাই কমিউনিটি সেন্টারে বিয়ে অনুষ্ঠানে প্রেমিকার সাথে দেখা করতে এসে ‘ইভটিজার’ হয়ে ৬ ঘন্টা হাজত বাস করতে হল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলী নুর খান (২৪)কে। অভিযোগ উঠেছে, প্রেমিকার স্বজনদের নির্যাতনের শিকারও হয়েছেন আলী নুর।
তবে প্রেমিকার স্বজনদের অভিযোগ, আলী নুর একজন ‘ইভটিজার’। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আলী নুর অভিযোগ করে জানান, ৩ বছর আগে একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বানিয়াচং উপজেলা সদরের নন্দিপাড়া গ্রামের আবু মিয়ার কন্যা ইরফাত জাহান কেয়ার সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তাদের প্রেম গভীর থেকে গভীরে চলে যায়।
গতকাল ওই সময় কেয়ার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান ছিল সানাই কমিউনিটি সেন্টারে। সকালে ফোনে কেয়া আলী নুরকে হবিগঞ্জ এসে তার সাথে দেখা করতে বলে। কেয়ার কথা মতো সে ওই সময় কমিউনিটি সেন্টারে আসে। এক পর্যায়ে বিয়ের অনুষ্ঠানের ফাঁকে দু’জনকে কথা বলতে দেখে কেয়ার স্বজনরা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে।
তিনি জানান, কেয়ার মামা পুলিশ সদস্য হওয়ায় তাকে থানায় নিয়ে যাওয়া হয়। জানা যায়, দীর্ঘ ৬ ঘন্টা হাজত বাসের পর কেয়া থানায় এসে পুলিশকে জানায়, আলী নুর ইভটিজিং করেনি। তার সাথে দেখা করতে এসেছিল। পরে দীর্ঘ নাটকিতার পর রাত ১০টায় তাকে ছেড়ে দেয়া হয়। তবে কেয়ার স্বজনদের অভিযোগ আলী নুর একজন ইভটিজার। সে দীর্ঘদিন ধরে কেয়াকে উত্যেক্ত করে আসছিল।
এ ব্যাপারে ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, বিষয়টি মিমাংসা হওয়ায় মুচলেকা রেখে আলী নুরকে ছেড়ে দেয়া হয়েছে।