নিজস্ব প্রতিবেদক : শায়েস্তাগঞ্জ পুরানবাজারে দুই গ্রামবাসীর মধ্যেকার বিরুদ্ধ সালিশের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে।
উল্লেখ্য, বিজ্ঞ সালিশের নিশপত্তির লক্ষে উবাহাটা গ্রাম থেকে ৮ লক্ষ এবং বিরামচর গ্রাম থেকে সাড়ে ৩ লক্ষ ।মোট সাড়ে ১১ লাখ টাকা জরিমানা করে নিষ্পত্তি করা হয়েছে।
শুক্রবার বিকাল ৩টার দিকে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সালিশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।
সংঘর্ষে পুরানবাজারের ব্যবসায়ীদের দোকান পাঠ ভাংচুর ও লুটপাট ও আহতদের চিকিৎসার জন্য উভয় পক্ষকে সাড়ে ১১ লাখ টাকা জরিমান করা হয়েছে।
সালিশান হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলার চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মো: আবু তাহের ও নুরপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল এর সালিশীতে অনুষ্টিত হয়।
এতে আরো উপস্থিত ছিলেন, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, বাহুবল উপজেলা চেয়ারম্যান মো: আব্দুল হাই, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই চৌধুরী, চুনারুঘাটের সাবেক উপজেলা আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, সদও উপজেলা ভাইষ চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, মহিলা ভাইষ চেয়ারম্যান ফেরদৌস আরা সৈকত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উবাহাটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রজব আলী, শায়েস্তাগঞ্জ ইউপি চেয়ারম্যান বুলবুল খান, সাবেক চেয়ারম্যান আলী আহমদ খান, আব্দুল আওয়াল, আব্দুল মোতাব্বির, আবিদুর রহমান, শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াছিনুল হক সহ বিভিন্ন এলাকার মুরুব্বিয়ান ও উভয় গ্রামের শত শত বিভিন্ শ্রেণী পেশার মানুষ।
এছাড়া পরবর্তিতে কোন সংর্ঘষ ঘটলে সালিশের পূর্বে উভয় পক্ষ ২লাখ টাকা করে জমা দিয়ে সালিশ কার্যক্রম চলবে।