এম এ আই সজিব ॥ ধবধবে সাদা বক। নির্ভয়ে ঝাঁক বেঁধে উড়ে আসছে। আবার যাচ্ছেও। ডালে ডালে বসছে নানা ভঙ্গিমায়। কখনোবা করছে কোলাহল। হবিগঞ্জ জেলা পরিষদ গাছগাছালিতে শত শত বক,শালিকসহ অতিথি পাখির অভয়াশ্রমের দৃশ্য এটা। সম্প্রতি জেলা পরিষদের পক্ষ থেকে পাখিদের রক্ষার উদ্দ্যোগ গ্রহণ করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয় পাখি শিকার একটি দন্ডনীয় অপরাধ।
কেউ যদি ওই এলাকার পাখিদের উপর ঢিল ছোড়ে, কিংবা শিকার করে, তবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। কিন্তু জেলা প্রশাসনের এ আদেশ মানছেন না কেউ। প্রতিদিন সন্ধ্যা হলেই শত শত পাখি প্রেমিরা এখানে ভিড় জামান। কিন্তু এক শ্রেণীর অসাধু পাখি শিকারীরা ঢিলসহ বিভিন্ন দেশী হাতিয়ার দিয়ে পাখিগুলো শিকার করছে। ফলে ভয়ে পাখিগুলো চলে উল্লেখ্য সম্প্রতি ওই গাছগুলোতে শুধু বকই নয়, অন্যান্য পাখিদেরও অবস্থান। শুভ্র-সাদা পাখা মেলে সকাল-বিকেল উড়াউড়ি আর ডাকাডাকিতে এখানে প্রকৃতি পেয়েছে নতুন মাত্রা। বকের এ অভয়াশ্রমটি ঘিরে আশপাশের এলাকার মানুষের আগ্রহ বেড়েই চলেছে।
এখানে এসে বকের কোলাহল দেখে মুগ্ধ হন যে কেউ। গাছগাছালির সবুজ ডালে ডালে ছোপ ছোপ শুভ্র-সাদা রং দেখে দূর থেকেও বোঝা যায় বক পাখির আশ্রম, অসংখ্য বকের আশ্রমস্থল। শোনা যায় ডাকাডাকি।
বক বাসা বেঁধেছে মেহগিনি, কড়ইসহ ২০-২২টি গাছে। বক দেখতে আশপাশের এলাকা থেকে প্রতিদিন অনেকে আসছেন এখানে। বকসহ বিভিন্ন পাখির অভয়াশ্রমের কথা জেনেছেন এমন অনেকেই তা দেখতে উঁকিঝুঁকি মারেন চলার পথে। সরজমিনে ওই এলাকা পরিদর্শনকালে স্থানীয় ব্যবসায়ীরা জানান, বক ও পাখিগুলো সময়মতো আসে আবার চলেও যায়। ফাল্গন-চৈত্র মাসে বেশি সংখ্যায় বেশি আসে। তবে এবার আগে বাগেই এসে গেছে। বিভিন্ন প্রজাতির হাজার হাজার বক শহরের আর কোথাও দেখা যায় না। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়ায় দেশে অনেক পশুপাখি বিলুপ্তির পথে। বক পাখিগুলো যাতে টিকে থাকতে পারে এ ব্যাপারে সবার যত্নবান হওয়া জরুরী।