বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবলে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে স্কুল শিক্ষকসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বুধবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন স্থানে র্যাব, পুলিশ ও বিজিবি’র সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র স্থানীয় সিংনাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শিবির সভাপতি মোয়াজের পিতা তাজুল ইসলাম ছালেহ (৫০), একই গ্রামের মৃত আব্দুল হক কাছন মিয়ার পুত্র জহিরুল ইসলাম কয়েস (২৮) ও পূর্ব রূপশংকর গ্রামের আব্দুল হেকিমের পুত্র সাহেদ মিয়া (৪৫)।
করাঙ্গী নিউজ/মনি/এসআরএম