মোঃ রহমত আলী ॥ শতভাগ সফলতার লক্ষ্য নিয়ে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ২০১৬ সফল করতে জেলা প্রেস ব্রিফিয় অনুষ্টিত হয়েছে। হবিবগঞ্জ স্বাস্থ্য বিভাগ বৃহস্পতিবার সকাল ১০টায় আধুনিক সদর হাসপাতাল মিলনায়তনে এর আয়াজন করে।
এ সময় সিভিণ সার্জন ডাঃ দেবপদ রায় জানান,জেলায় ৩৪লাখ ২হাজর ৩শ ৩০জন শিশুর লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। আগামী ১৬ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪ পর্যন্ত একটানা নির্ধরিক সকল শিশুকে ভিটামিন “এ” খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৩৯ হাজর ৫শ ৭৭ এদেরেকে নীল রঙের ও ১১ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৩লাখ ২হাজার ৭শ ৫৩ জন এদেরকে লাল রঙের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
ওই দিন জেলার স্থায়ী অস্থায়ী ১হাজার ৮শ ৯১ টি টিকা কেন্দ্রে ৫হাজার ৪শ ৫২ জন স্বেচ্ছাসেবক, ৫শ ৮৭ জন স্বাস্থ্য সহকারী ও ২শ ১৫জন সিএইচসিপি কর্মী একযোগে কাজ করবেন এবং ২শ ৩১ জন সুপার ভাইজার মাঠে পর্যবেক্ষণে নিঢোজিত থাকবেন। সিভিল সার্জন ভিটামিন “এ” প্লাস ক্যম্পেইন শত ভাগ সফলতার জন্য গণমাধ্যমসহ সকলের প্রতি আহবান জানান।
সাংবাদিকদের মধ্যে বক্তৃতা করেণ হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক মোঃ গোলাম মোস্তফা রফিক , জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান, দৈনিক প্রভাকর পত্রিকার সম্পাদক শোয়েব চৌধুরী, দৈনিক আয়নার সম্পাদক মোঃ রাশেদ আহমদ খান,হবিগঞ্জ অনলাই প্রেসক্লাবে সভাপতি মোঃ রফিকুল হাসান চৌধুরী তুহিন,সাংবাদিক সৈয়দ আশরাফুল ইসলাম মামুন, মোঃ শফিকুর রহমান, মোঃসায়দুজ্জামান জাহির ও মোঃ আশরাফুল ইসলাম কহিনুর প্রমূখ।