হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরে চেক ডিজঅনার মামলার ১বছরের সাজাপ্রাপ্ত মোঃ আক্তার হোসেন (৩৪) নামে পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ জুলাই) বিকেলে শহরতলীর গোপায়া থেকে তাকে গ্রেফতার করে হবিগঞ্জ সদর থানা পুলিশ। গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন থানার এএসআই নুরে আলম।
গ্রেফতারকৃত মোঃ আক্তার হোসেন হবিগঞ্জ সদর উপজেলার রাঙ্গেরগাঁও গ্রামের আইয়ুব আলীর পুত্র। সে দীর্ঘদিন ধরে পুলিশের চোঁখকে ফাঁকি দিয়ে পলাতক ছিল।
উল্লেখ্য, ওই মামলায় তার বিরুদ্ধে ১বছরের কারাদন্ডসহ ৬৪ হাজার ৮শত টাকা জরিমানা করেন আদালত।